Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

বিশ্বে করোনাভাইরাস আক্রান্ত ৫ কোটি ১৮ লাখ ছাড়াল

অনলাইন ডেস্ক : বিশ্বে মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫ কোটি ১৮ লাখ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ৫ লাখ ৪২ হাজার মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ৯ হাজার ১৯১ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ লাখ ৭৯ হাজার ৯১৭ জন। আক্রান্ত হয়েছেন ৫ কোটি ১৮ লাখ ৩৩ হাজার ৩৪ জন। তবে এরই মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ৬৪ লাখ ৫ হাজারের বেশি।
যুক্তরাষ্ট্রে একদিনে ১ হাজার ৩৪৬ জনের মৃত্যু হয়েছে। দেশটি এখন পর্যন্ত করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণে শীর্ষে রয়েছে। এখন দুই লাখ ৪৫ হাজারের বেশি প্রাণ গেল। যুক্তরাষ্ট্রের কয়েকটি রাজ্যে বেড়েছে শনাক্তের হার। মোট ১ কোটি ৫ লাখের বেশি সংক্রমিত।

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৫১১ জন। এদিন করোনায় আক্রান্ত হয়েছে ৪৪ হাজার ৬৭৯ জন। দক্ষিণ এশিয়ার দেশটিতে মোট প্রাণহানির সংখ্যা এক লাখ ২৭ হাজার ছাড়িয়েছে। এছাড়া মোট করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৮৬ লাখ ৩৫ হাজার।

এদিকে, করোনা সংক্রমণ পরিস্থিতি আবারও উদ্বেগ বাড়ালো যুক্তরাজ্যে। দেশটিতে করোনায় মৃত্যু ছাড়িয়ে গেছে ৫০ হাজার। সরকারি তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ৫০ হাজার ৩৬৫ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৫৯৫ জন।

দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, প্রতিটি মৃত্যুই এক একটি ট্রাজেডি। ভ্যাকসিনের আশা থাকা সত্ত্বেও আমরা সঙ্কটের বাইরে নেই।

জানা গেছে, যুক্তরাজ্যে বুধবার নতুন করে আরও ২২ হাজার ৯৫০ জনের দেহে করোনা সংক্রমণ ধরা পড়েছে। এখন পর্যন্ত ১২ লাখের বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে যুক্তরাজ্যে। দেশটিতে এখন পর্যন্ত ১ লাখ ৮৫ হাজারের বেশি মানুষ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

Exit mobile version