Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

গুগল ফটোজে ১৫ জিবির বেশি ছবি রাখলেই দিতে হবে অর্থ

অনলাইন ডেস্ক : গুগল ফটোজে আনলিমিটেড ফ্রি স্টোরেজে মানুষ গুচ্ছ গুচ্ছ ছবি রাখতে পারতেন। এবার সেই সুবিধা শেষ হতে চলেছে। আগামী বছরের ১ জুন থেকে কোনো ইউজারের ১৫ জিবি ক্যাপাসিটি বা ধারণ ক্ষমতা পেরিয়ে গেলেই তাঁকে চার্জ করবে গুগল।

উচ্চ গুণমানের ফ্রি আনলিমিটেড স্টোরেজ ব্যাকআপের সুবিধা গত পাঁচ বছর ধরে দিয়েছিল গুগল ফটোজ। এবার সেই সুবিধা তুলে নিতে চলেছে তারা। গ্রাহকদের ই-মেল করে গুগল এই ঘোষণার কথা জানিয়েও দিয়েছে। ১ জুন থেকে গ্রাহকরা যা নতুন ফটো, ভিডিও বা তথ্য স্টোর করবেন, গুগল ফটোয় তা যদি ১৫ জিবি’র ক্যাপাসিটি পেরিয়ে যায়, তাহলে অর্থ দিতে হবে।

গুগলের পাঠানো মেইলে আরো বলা হয়, ২০২১ সালের ১ জুন থেকে উচ্চমান সম্পন্ন সব ছবি ও ভিডিও ব্যাকআপ ১৫ জিবি স্টোরেজের মধ্যেই ধরা হবে। এই ১৫ জিবি জায়গা গুগলের অ্যাকাউন্ট খোলার সময় বিনামূল্যে দেওয়া হয়। এর বাইরে কেউ গুগলের কাছ থেকে স্টোরেজ বা জায়গা কিনলে সেখানে ভিডিও বা ছবি জমা থাকবে।সূত্র: বিবিসি।

Exit mobile version