Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

১০ বছর মেয়াদি ই-পাসপোর্ট পাবেন সবাই

ন্যাশনাল ডেস্ক : পহেলা জুলাই থেকে ১০ বছর মেয়াদি ই-পাসপোর্ট দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। 

শনিবার (১৮ মে) সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পাসপোর্ট অধিদফতর আয়োজিত ইফতার শেষে তিনি একথা জানান। মন্ত্রী বলেন, ই-পাসপোর্ট প্রকল্পের বিষয়ে জার্মান প্রতিষ্ঠান আগামী ৩০ জুনের মধ্যে বাংলাদেশকে সবকিছু বুঝিয়ে দেবে। সব প্রস্তুতি রয়েছে। ইনশাল্লাহ, আমরা আগামী জুলাই থেকে ই-পাসপোর্ট দেওয়া শুরু করব। সবাই অপেক্ষা করেন।

জার্মানির কোম্পানি পাসপোর্ট তৈরি করবে, এতে তথ্যচুরির শঙ্কা রয়েছে কি না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘না। এরকম কোনো শঙ্কা নেই। যারা এরকম আশঙ্কা করে তারা অবান্তর চিন্তা থেকে এই ধারণা করেন।’

Exit mobile version