কুষ্টিয়া প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ সদর আসনের সংসদ সদস্য মাহাবুব-উল আলম হানিফ করোনা আক্রান্ত হলে তার সুস্থতা কামনায় কুষ্টিয়ায় জেলা প্রশাসনের উদ্দোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুম’আ কালেক্টরেট জামে মসজিদে জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ ওবায়দুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোঃ সিরাজুল ইসলাম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, ট্রেজারী ও স্ট্যাম্প শাখা এবং নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মোঃ তাইফুর রহমান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (শিক্ষা ও কল্যান শাখা এবং গোপনীয় শাখা) আহমেদ সাদাতসহ আগত মুসল্লিদের অংশ গ্রহনে কুষ্টিয়া উন্নয়ন এর রূপকার জননেতা মাহাবুব- উল আলম হানিফ এমপি ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনের আশু রোগমুক্তি কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
মোনাজাত পরিচালনা করেন কালেক্টরেট জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মওলানা আব্দুস সামাদ।
উল্লেখ্য জননেতা মাহাবুব-উল আলম হানিফের করোনার মৃদু উপসর্গ দেখা দিলে গত বুধবার ( ১১ নভেম্বর) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নমুনা পরীক্ষা করালে সন্ধ্যায় তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।