Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

করোনাভাইরাস সংক্রমণ রোধে তুরস্কে ধূমপান নিষিদ্ধ

অনলাইন ডেস্ক : বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এমন পরিস্থিতিতে তুরস্কে জনসম্মুখে ধূমপান নিষিদ্ধ করেছে দেশটির সরকার। বুধবার (১১ নভেম্বর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মহামারির সময় নাগরিকদের সুরক্ষার কথা বিবেচনা করে এমন আদেশ দেয়া হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘নাগরিকরা যাতে যথাযথভাবে মাস্ক পরিধান করতে পারে সেজন্য আগামীকাল (১২ নভেম্বর) থেকে যেখানে জনসমাগম থাকে এমন জায়গা যেমন- রাস্তা, গণপরিবহন, চত্বরে ধূমপানের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।’

Exit mobile version