অনলাইন ডেস্ক:: ভারতের পাঞ্জাবের অমৃতসরের রাজসাঁসী গ্রামের নিরানকারী ভবনে একটি ধর্মীয় অনুষ্ঠানে গ্রেনেড বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিন ব্যক্তি নিহত হয়েছেন।আহত হয়েছেন আরও কয়েকজন। বিস্ফোরণ ও প্রাণহানির সত্যতা নিশ্চিত করেছে পুলিশ। পুলিশ কর্মকর্তা সুরিন্দর পরমার জানান, আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।পুলিশ এটাকে সন্ত্রাসী হামলা হিসেবে দেখছে। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এর দায় স্বীকার করেনি।
এনডিটিভি জানায়, দুই ব্যক্তি মোটরসাইকেলে করে এসে নিরানকারী ভবনের কাছে কিছু বিস্ফোরক ফেলে যায়।সেসময় সেখানে কিছু ধর্মীয় অনুষ্ঠান চলছিল। আর তার পরই ঘটে বিস্ফোরণ। প্রতি রোববার হাজার হাজার মানুষ এখানে প্রার্থনা করতে আসেন। এদিনও এসেছিলেন। গ্রেনেড হামলার সময়ও প্রায় ৫০০ জন ভেতরেই ছিলেন। ঘটনার পর সব নিরাপত্তা সংস্থাকে সতর্ক থাকতে বলা হয়েছে।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.