যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসানের করোনা শনাক্ত

অনলাইন ডেস্ক : গাজীপুর-২ আসনের সাংসদ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। রবিবার তার শরীরে করোনাভাইরাস ধরা পড়ে।

এর আগে গতকাল শনিবার জাতীয় সংসদের চলমান বিশেষ অধিবেশন উপলক্ষে সংসদের পক্ষ থেকে তার নমুনা সংগ্রহ করা হয়। সংসদ মেডিকেল সেন্টারের ডা. মো. জাহিদ এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গতকাল যাদের নমুনা নেয়া হয়েছে তাদের মধ্যে শুধু একজন এমপির করোনা পজিটিভ। তবে সংসদের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। আজ মুঠোফোনে (এসএমএস) বার্তা পাঠিয়ে তাদের বিষয়টি জানানো হয়েছে।

বাংলাদেশের ইতিহাসে সংসদের প্রথম বিশেষ অধিবেশন শুরু হয় ৮ নভেম্বর। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত এই অধিবেশনে এখন বঙ্গবন্ধুকে নিয়ে আলোচনা চলছে। আজ রবিবার এই আলোচনা শেষ হওয়ার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *