Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

ভারতে নতুন করে ৪১ হাজার করোনাভাইরাস রোগী শনাক্ত

অনলাইন ডেস্ক : ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪১ হাজার ১০০ জন করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়েছেন, যা আগের দিন থেকে হাজার তিনেক কম। এই নিয়ে টানা সাতদিন আক্রান্তের সংখ্যা থাকল ৫০ হাজারের নিচে।

রবিবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৪১ হাজার ১০০ জন করোনা আক্রান্ত হয়েছেন। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৮ লাখ ১৪ হাজার ৫৭৯ জন।
গত ২৪ ঘণ্টায় দেশে মৃতের সংখ্যাটাও আগের দিনের থেকে অনেকটা কমেছে। এদিন দেশে মৃত্যু হয়েছে ৪৪৭ জনের। ফলে দেশে মোট মৃত্যু বেড়ে দাঁড়াল ১ লাখ ২৯ হাজার ৬৩৫ জন।

এদিন সুস্থতার সংখ্যাটা কমেছে প্রায় ৫ হাজার। গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ৪২ হাজার ১৫৬ জন। নতুন দৈনিক আক্রান্ত এবং দৈনিক করোনাজয়ীর সংখ্যার মধ্যে ব্যবধান মাত্র দেড় হাজার।

এই মুহূর্তে দেশে মোট করোনাজয়ীর সংখ্যা ৮২ লাখ ৫ হাজার ৭২৮ জন। চিকিৎসাধীন রোগীর সংখ্যা অর্থাৎ অ্যাকটিভ কেস কমে দাঁড়িয়েছে ৪ লাখ ৭৯ হাজার ২১৬ জন।সূত্র : সংবাদ প্রতিদিন

Exit mobile version