ভক্তের ‘মোবাইল ভাঙা’ নিয়ে যা বললেন সাকিব আল হাসান

অনলাইন ডেস্ক : সম্প্রতি একটা অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় গিয়েছিলেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। বেনাপোল স্থলবন্দরে এক ভক্ত (!) সাকিবের সঙ্গে সেলফি তুলতে আসলে কোনোভাবে সেই ভক্তের সেলফোনটি মাটিতে পড়ে যায় এবং ভেঙে যায়। এরপর গণমাধ্যমগুলোতে প্রতিবেদন ছাপা হয় যে, সাকিব তার ভক্তের মোবাইল ছুড়ে ভেঙে ফেলেছেন। বিষয়টি নিয়ে  মুখ খুলেছেন এই বিশ্বসেরা অল-রাউন্ডার।

সোমবার সন্ধ্যায় নিজের ইউটিউব চ্যানেলে সাকিব সেই ঘটনা নিয়ে বলেছেন, ‘আমি আসলে কখনই বুঝতে পারি না, অন্য একজনের ফোন ভাঙলে আমার কি লাভ হবে বা আমি কি বেনিফিট পাব। আপনারা হয়তো ভালো আনসার দিতে পারবেন এটার। যার ফোন ভাঙা নিয়ে কথা হচ্ছে তার ফোন আমি কখনই ইনটেনশনালি ভাঙিনি। যেহেতু করোনাকালীন সময়ে আমি স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করছিলাম, সবসময় নিজেকে সেইফ রেখে চলাফেরা করা যায় সেটার চেষ্টা করছিলাম।’

সাকিব আরও বলেন, ‘সেখানে অনেক মানুষ ছিল এবং অনেকে ছবি তোলার চেষ্টা করছিল। আমিও চেষ্টা করছিলাম কিভাবে তাদের কাছে না গিয়ে আমি আমার ইমিগ্রেশনের কাজগুলো সম্পন্ন করতে পারি। একজন উৎসুক জনতা একেবারে আমার শরীরের ওপর এসে ছবি তুলতে যায়। আমি তাকে সরিয়ে দিতে গেলে আমার হাতের সঙ্গে তার হাতটি লাগে এবং তার ফোনটি পড়ে যায়। হয়তো পড়ে ভেঙেও গিয়েছে। তার ফোন ভাঙার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে আমার মনে হয় তারও সাবধানতা অবলম্বন করা উচিত ছিল। এই করোনার সময়ে সবারই সাবধানতা অবলম্বন করা উচিত।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *