কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালীতে সরকারি আদেশ অমান্য করে পাঠদানের অপরাধে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে । মোবাইল কোর্টে ঐ শিক্ষককে ১০ হাজার টাকা জরিমানা ও শোকজ করা হয়।
মঙ্গলবার উপজেলার সদকী ইউনিয়নের সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব আলম সরকারি আদেশ অমান্য করে বিদ্যালয়ে শ্রেণি পাঠদান অব্যাহত রাখাকালীন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল ইসলাম খান মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় তাকে ১০ হাজার টাকা অর্থদন্ড ও উপজেলা শিক্ষা অফিসারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন ।
উপজেলা শিক্ষা অফিসার মোঃ জালাল উদ্দীন জানান, সরকারী নির্দেশ অমান্য করে পাঠদানের অপরাধে প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে। এবং কারন দর্শানোর নির্দেশ দেয়া হয়েছে।
প্রধান শিক্ষক মাহাবুব আলম জানান, প্রতিদিন নয় মাঝে মাঝে বাচ্চাদের ক্লাস নেয়া হয়। এই অপরাধে যদি অপরাধী হই তাহলে কিছু বলার নাই।