Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

দেশে ফিরলেন থাইল্যান্ডে আটকে পড়া ৪৮ বাংলাদেশি

অনলাইন ডেস্ক : বিমান বাংলাদেশের একটি বিশেষ ফ্লাইটে থাইল্যান্ডে আটকে পড়া ৪৮ বাংলাদেশি ঢাকায় ফিরেছেন। বুধবার তারা ঢাকায় ফিরেছেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে থাইল্যান্ডে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের সঙ্গে অন্য দেশের নাগরিকরাও ঢাকায় ফিরেছেন। বিশেষ ফ্লাইটে মোট ৮৯ জন যাত্রী ঢাকায় এসেছেন।
থাইল্যান্ডে আটকে পড়া বাংলাদেশিদের এ নিয়ে ৮ দফায় ফিরিয়ে আনা হলো। ৮ দফায় থাইল্যান্ড থেকে ৩৮৯ জন বাংলাদেশিকে ফিরে আনা হয়। এছাড়া, থাইল্যান্ডের বাংলাদেশ দূতাবাস আরও দুই দফায় কম্বোডিয়া থেকে ১৩৫ জন বাংলাদেশিকে ফিরিয়ে আনে।

Exit mobile version