ফয়জুল আবেদীন টুটুল : গেমস খেলা এক ধরণের আসক্তি। তবে আপনি কি ধরণের গেমস কোথায় খেলছেন তার উপর ক্ষতির পরিমাণ টা নির্ভর করছে ।
যেমন চীনে 2012 সালে এক দম্পতি কে সাজা দেয়া হয় তারা ইন্টারভিত্তিক গেম খেলার জন্য এবং তার জন্য প্রয়োজনীয় টাকা পাওয়ার জন্য নিজেদের তিনটি সন্তান কে বিক্রি করে দেয় ।
এখন যেসব ক্ষতি হতে পারে :
- দীর্ঘক্ষণ কম্পিউটার বা মোবাইলের স্ক্রিনের দিকে তাকায় থাকলে চোখে চাপ পরে ফলে চোখে কম দেখা একটি বড় সমস্যা ।
- এছাড়া মষ্তিস্কে চাপ পরে যা মানুষের স্মৃতি শক্তি কমিয়ে দেয় বিশেষ করে শিক্ষার্থীদের ক্ষেত্রে ।
- এছাড়া মাথা ব্যাথ্যা চোখ ব্যাথ্যা চোখ দিয়ে পানি পরা আছেই ।
- মস্তিষ্কে উত্তেজনার ফলে দ্রুত রক্ত চলাচল করতে থাকে যার ফলে রক্তক্ষরণ বা স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে ।
- শরীরের কিছু সুক্ষ স্নায়ুকোষ ক্ষতিগ্রস্থ হয়
তাই আশা করি বুঝা যাচ্ছে কোনো কিছুর ই অতিরিক্ত ভালো না ।
মোবাইলে গেমস খেলাটা আসলে অনেক দিক দিয়ে আমাদের জন্য ক্ষতিকর। আমি আমার জানা কয়েকটি উল্লেখ করছিঃ
- একটানা গেমস খেলার ফলে চোখে সমস্যা হতে পারে। চোখে অন্ধকার দেখা, ব্যাথা করা, মাথা ব্যাথা করা ইত্যাদি দীর্ঘ সময় গেমস খেলার কারণে হতে পারে।
- গেমসের নেশা হয়ে গেলে সেটা অন্য সবকিছু থেকে মনোযোগ সরিয়ে নেয়। যা লেখাপড়া ও কাজের অনেক ক্ষতি করে।
- গেমসের কারণে মানসিকভাবে অনেক পরিবর্তন হতে পারে। তবে তা সব গেমে নয়। ব্লু হোয়েল গেমের মত কিছু গেম আমাদের মস্তিষ্কের নিয়ন্ত্রণ ক্ষমতা হাতিয়ে নিতে পারে। যা আমাদের মৃত্যুর কারণও হতে পারে।
- অনেক গেমসে মগ্ন থাকার কারণেও মৃত্যু ঘটে। যেমনঃ পোকেমন গো খেলতে খেলতে তিনজনের গর্ত এবং নদীতে পড়ে মৃত্যু হয়েছে।