Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

‘কী এই ভয়াবহ চাপার ভাইরাস, জেনে নিন উপসর্গ’

অনলাইন ডেস্ক : করোনাভাইরাস সংক্রমণের মাঝেই আরেক মারাত্মক ভাইরাসের সংক্রমণ শুরু। সেই ভাইরাস শরীরে বাসা বাঁধলেই মারাত্মক হেমারেজিক জ্বরে আক্রান্ত হচ্ছে রোগী। বলিভিয়াতেই ছড়িয়ে পড়েছে এ চাপার ভাইরাস। মনে করা হচ্ছে ইবোলার মতোই এই ভাইরাসের বৈশিষ্ট্য।

বেশ কয়েকজনের শরীরে ইতিমধ্যেই এই ভাইরাসের উপসর্গ পাওয়া গিয়েছে। ইতিমধ্যে, দু-জন স্বাস্থ্য কর্মী ও একজন রোগীর মৃত্যু খবর এসেছে।

চাপার ম্যামারেনাভাইরাস অ্যারেনাভিরিডি ভাইরাস প্রজাতির। এই ভাইরাসের কথা ২০০৩ সালে জানা যায়। রক্ত, বীর্য, প্লাজমা মারফত ছড়িয়ে পড়ছে চাপার ভাইরাস।
চাপার ভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গ হলো পেটে ব্যথা, বমি, চোখে ব্যথা, ত্বকে জ্বালা, চুলকানি, ঘা হবে। সঙ্গে হেমারেজিক জ্বর।

সূত্র: জি ২৪ ঘণ্টা

Exit mobile version