ভারতে স্বর্ণের বাজারে স্বস্তি

অনলাইন ডেস্ক : ভারতে বিয়ের মৌসুমের আগে মধ্যবিত্তের জন্য স্বস্তির খবর। স্বর্ণের দাম ফের কমতে শুরু করেছে।গতকাল বুধবারও ভারতের বাজারে নিম্নমুখী স্বর্ণের দাম। ব্যতিক্রম নয় কলকাতা। এদিন কলকাতার বাজারেও রুপা এবং স্বর্ণের দাম কমেছে।

ভারতীয় গণমাধ্যম বলছে, খাঁটি সোনা (২৪ ক্যারেট): ৫১,৪৪০ রুপি/ ১০ গ্রাম, গিনি সোনা (২২ ক্যারেট): ৪৮,৮০০ রুপি/ ১০ গ্রাম, হলমার্ক গয়নার সোনা (২২ ক্যারেট): ৪৯,৫৩০ রুপি/১০ গ্রাম, রুপার বার: ৬৩,৫০০ রুপি/কিলোগ্রাম।
তবে এই দামের সঙ্গে ভারতীয় ক্রেতাদের জিএসটি এবং অন্যান্য চার্জ দিতে হচ্ছে। উল্লেখ্য, বিশ্বের মধ্যে স্বর্ণের গ্রাহক হিসেবে দ্বিতীয় স্থানে ভারত। কিন্তু আমদানি শুল্ক ও প্রতিটি রাজ্যের চাপানো করের কারণে রাজ্যে রাজ্যে স্বর্ণের দামে পার্থক্য দেখা যায়। তুলনামূলকভাবে দক্ষিণের রাজ্যগুলোতে সোনার দাম কম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *