স্কুল শিক্ষিকাকে ধর্ষনের দায়ে প্রধান শিক্ষক শরিফুল ইসালমকে যাবজ্জীবন কারাদন্ড ও ১লক্ষ টাকা জরিমানা করেছে আদালত

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় খ্রিষ্টান ধর্মাবলম্বীর এক শিক্ষিকাকে ধর্ষনের মামলায় অভিযুক্ত একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলামকে যাবজ্জীবন কারাদন্ড ও ১ লক্ষ টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। আজ মঙ্গলবার বেলা ১১টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক মুন্সী মোঃ মশিয়ার রহমান এ রায় ঘোষনা করেন। এসময় আসামী আদালতে উপস্থিত ছিলেন। দন্ডপ্রাপ্ত শিক্ষক শরিফুল ইসলাম মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার ভবরপাড়া গ্রামের মৃত রহমান মোল্লার ছেলে। সে মুজিবনগর আ¤্রকানন নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ধর্ষনের শিকার ঐ শিক্ষিকা একই বিদ্যালয়ে খন্ডকালীন শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, ধর্ষনের শিকার ঐ শিক্ষিকা ২০১৬ সালের ১৩ মে মাধ্যমিক স্কুল শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশ নিতে অভিযুক্ত শিক্ষক শরিফুল ইসলামের সাথে কুষ্টিয়া আসেন। কুষ্টিয়া শহরের বড়বাজার এলাকায় আল আমিন আবাসিক হোটেলে মামা-ভাগিনা পরিচয়ে আলাদা আলাদা কক্ষ ভাড়া নেন তারা। ভোরবেলা শরিফুল ইসলাম ওই শিক্ষিকার রুমে গিয়ে জোরপূর্বক ধর্ষন করে। এসময় বিষয়টি কাউকে না জানাতে হত্যার হুমকীও দেওয়া হয় ওই শিক্ষিকাকে। শিক্ষিকা গুরুতর অসুস্থ্য হয়ে পড়লে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য আসলে অভিযুক্ত শিক্ষক পালিয়ে যায়। এই ঘটনায় শিক্ষিকা বাদী হয়ে প্রধান শিক্ষক শরিফুল ইসলামকে আসামী করে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করেন। পুলিশ ২০১৬ সালের ১ অক্টোবর আদালতে চার্জশীট দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ১৬ ধারা মোতাবেক আদালত আজ এই রায় ঘোষনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *