ইকরামুল ইসলাম, যশোর : বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন শার্শার চটকাপোতা গ্রামের নাজমুল হাসান ।তিনি যশোরের শার্শা উপজেলার শার্শা ইউনিয়নের চটকাপোতা গ্রামের নাজিমুদ্দিন (মাষ্টার) এর ছেলে। তাকে এই দায়িত্ব দেওয়ায় তার নিজ গ্রাম শার্শার চটকাপোতা গ্রামবাসী ও আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন, জননেত্রী শেখ হাসিনা’র প্রতি কৃতজ্ঞতা, শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল বের করেন। আনন্দ মিছিলটি শার্শায় যশোর -বেনাপোল মহাসড়কের বিভিন্ন স্থান ঘুরে শার্শা বাজারে এসে শেষ হয়। মিছিলে উপস্থিত যুবলীগের নেতৃবৃন্দ বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল-কে ধন্যবাদ ও শুভেচ্ছা উল্লেখ্য, গত শনিবারে সম্মেলনের প্রায় এক বছর পর যুবলীগের ২০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে । এর আগে বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে অবস্থিত কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পূর্ণাঙ্গ কমিটির তালিকা যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের কাছে হস্তান্তর করেন। গত বছর ৭ নভেম্বর জমকালো কংগ্রেসের মধ্যে দিয়ে যুবলীগের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছিল। প্রসঙ্গত, নাজমুল হাসান ছাত্রজীবন থেকে ছাত্ররাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি স্বাধীনতা ফার্মাসিস্ট পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে (২০০৭)সাল থেকে কাজ করে আসছেন । এছাড়াও তিনি বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরাম -এর উপদেষ্টার দায়িত্ব পালন করে আসছেন ২০১৪ সাল থেকে ।
Posted in সমগ্র জেলা
শার্শায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’কে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল
November 21, 2020