Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

বিশ্বের ধনী দেশের তালিকায় বাংলাদেশ ১৪৩তম

অনলাইন ডেস্ক : আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) তথ্যের আলোকে ২০২০ সালের বিশ্বের ধনী দেশগুলোর তালিকা করেছে গ্লোবাল ফাইন্যান্স ম্যাগাজিন। ক্রয়ক্ষমতার সমতা বা পারচেইজিং পাওয়ার প্যারিটি (পিপিপি) জিডিপির ভিত্তিতে এই তালিকা করা হয়েছে।

তালিকায় ১৯১টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৪৩তম। বাংলাদেশের পিপিপি জিডিপি ৫ হাজার ২৮ ডলার। তালিকায় বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে ভারত ও পাকিস্তান।

 

ভারতের অবস্থান ১২৪তম। দেশটির পিপিপি জিডিপি ৮৩৭৮ ডলার। আর পাকিস্তানের অবস্থান ১৩৮তম। দেশটির পিপিপি জিডিপি ৫৮৭২ ডলার।

Exit mobile version