অনলাইন ডেস্ক : বোরো ধানের দাম নিয়ে কৃষকদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। সরকার প্রতি মন ধান কেনার জন্য ১ হাজার ৪০ টাকা প্রদান করলেও কৃষকদের হাতে যাচ্ছে ৪০০ থেকে ৫০০ টাকা। তাই কৃষকের ধানের ন্যায্য মূল্যের দাবীতে স্মারকলিপি প্রদান করেছে কুষ্টিয়া জেলা বিএনপি।
আজ দুপুর ১২ টায় জেলা বিএনপির সভাপতি মেহেদী আহম্মেদ রুমী ও সাধারন সম্পাদক সোহরাব উদ্দিন সহ বিভিন্ন নেতাকর্মীরা কুষ্টিয়া ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আজাদ জাহানর হাতে এ স্মারকলিপি প্রদান করেন।