Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

পদ্মা সেতুর কাজ সম্পন্ন হলে নতুন গতি আসবে অর্থনৈতিক কর্মকাণ্ডে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পদ্মা সেতুর নির্মাণ কাজ সম্পন্ন হলে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন ঘটবে। অর্থনৈতিক কর্মকাণ্ডেও আসবে নতুন গতি।

রবিবার গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
উল্লেখ্য, গতকাল শনিবার মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে ১ ও ২ নম্বর খুঁটির ওপর (স্প্যান ১-এ) পদ্মা সেতুর ৩৮তম স্প্যান বসানো হয়। এর মাধ্যমে সেতুর ৫ হাজার ৭০০ মিটার দৃশ্যমান হয়েছে।

Exit mobile version