

খুলনা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় অতিরিক্ত মদপানে নবদ্বীপ হালদার নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দুই যুবক পার্থ প্রতীম চক্রবর্তী ও নব কুমার ব্যানার্জী গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
খুলনা পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এজাজ শফি এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, গত শুক্রবার যশোরের কেশবপুর এলাকায় বিয়ে বাড়িতে গিয়ে ওই তিনজন মদ পান করে। পরে রবিবার সকালে অসুস্থ হয়ে পড়লে তাদেরকে হাসপাতালে নেওয়ার পথে নবদ্বীপ মারা যায়। বাকি দু’জনকে খুলনায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।