সিরাজগঞ্জ প্রতিনিধি : গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, (মিডিয়া অফিসার)সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এর নেতৃত্বে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল রবিবার (২২ নভেম্বর ২০২০ খ্রীঃ) ১২.০০ ঘটিকা হতে ১৪.৩০ ঘটিকায় সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন ঘুড়কা বেলতলা গ্রামস্থজনৈক মো: বাদশা শেখ(৪৫),পিতা-মৃত নিজাম উদ্দিন শেখ এর বসত বাড়ির পূর্ব পার্শ্বে কাঁচা রাস্তার উপর এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ০১ জন মাদক ব্যবসায়ীকেগ্রেফতার করে। তাহার নিকট হতে ১৫০ পিচ নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট,০১টি মোবাইল ও নগদ ২,০০০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামী- ধনঞ্জয় কুমার হালদার(৩২),পিতা-অধীর চন্দ্র হালদার, সাং-ঘুড়কা হালদারপাড়া, থানা-সলঙ্গা, জেলা- সিরাজগঞ্জ ।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সরনী ১০ (ক)/৪১ ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃতআলামতসহ তাকে উক্ত থানায় হস্তান্তর করা হয়েছে।