Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার নম্বর বণ্টনে পরিবর্তন

অনলাইন ডেস্ক : ২০২০-২১ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নম্বরে বণ্টনে পরিবর্তন আনা হয়েছে। এমসিকিউ (বহুনির্বাচনী প্রশ্ন) ও লিখিত ৮০ এবং এসএসসি ও এইচএসসির ফলাফলের ওপর থাকবে ২০ নম্বর। পাশাপাশি এবারের ভর্তি পরীক্ষা বিভাগীয় শহরগুলোতে অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।

সোমবার (২৩ নভেম্বর) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি বিষয়ক সাধারণ ভর্তি কমিটির সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।

নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত সভায় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভর্তিপরীক্ষার আবেদন গ্রহণ এবং পরীক্ষার সময়সূচি যথাসময়ে জানানো হবে।

Exit mobile version