রংপুর প্রতিনিধি : রংপুরে করোনাভাইরাস উপেক্ষা করে চলছে জমজমাট কোচিং বাণিজ্য। স্বাস্থ্যবিধি অমান্য করে পরিচালিত ও করোনা সংক্রমণের জন্য দায়ী কার্যক্রমের জন্য নগরীর তিনটি কোচিং সেন্টার সিলগালাসহ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রংপুর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা এর নেতৃত্বে ও র্যাব-১৩ এর সহযোগিতায় সোমবার বিকেলে এই অভিযান পরিচালিত হয়। নগরীর নিউরন কোচিং সেন্টার, মেধা সিড়ি কোচিং সেন্টার ও ক্যাম্পাস কোচিং সেন্টারকে ৬০ হাজার টাকা জরিমানা করে ওই ৩ কোচিং সেন্টারকে সিলগালা করা হয়।
অভিযান পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা জানান, নগরীর লালবাগ এলাকায় শত শিক্ষার্থী নিয়ে চলমান তিনটি কোচিং সেন্টার কর্তৃপক্ষকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয় এবং প্রতিষ্ঠান তিনটি সিলগালা করা হয়। বিকেল ৩টা থেকে রংপুর নগরের লালবাগ এলাকায় চলা অভিযানে কোচিং সেন্টারগুলোতে শত শিক্ষার্থীর উপস্থিতি পাওয়া যায় বলেও জানান তিনি।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.