মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরে পুলিশের অভিযানে দু'টি গাঁজার গাছসহ একজনকে আটক করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) রাত ৯টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার বালিয়াঘাট গ্রামের নাপিত জলের মাঠে এ অভিযান পরিচালিত হয়। ওই মাঠে বালিয়াঘাট গ্রামের মৃত মনিরুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম (৩৫)-এর পানের বরজ থেকে ওই গাঁজার গাছ উদ্ধার করা হয়।
গাংনী থানার ওসি ওবায়দুর রহমান জানান, বালিয়াঘাট গ্রামে একটি পানের বরজে গাঁজা চাষ করা হচ্ছে এমন সংবাদ পাই আমরা। এ সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক সাজেদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযান চালিয়ে দু'টি গাঁজার গাছসহ শরিফুল ইসলামকে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.