সিরাজগঞ্জ প্রতিনিধি : গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর উপ-অধিনায়ক মেজর গাফ্ফারুজ্জামান ও স্পেশাল কোম্পানীরভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এর নেতৃত্বে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষআভিযানিক দল বুধবার(২৫ নভেম্বর ২০২০ খ্রীঃ)রাত ০৫.১০ ঘটিকায় সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন সদানন্দপুর সোনালী ব্যাংকের সামনে পাকা রাস্তার উপর এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করেফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তাহার নিকট হতে ৩৫২ বোতল ফেন্সিডিল,০১টি মোবাইল ও ০১ টি সিম কার্ড উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামী- মোঃ রুবেল হোসেন(৩০),পিতা-মোঃ সোলেমান, সাং-বারকোনা স্তাবনগর, থানা-ফুলবাড়িয়া, জেলা- দিনাজপুর ।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সদর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(b) ১ (b) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃতআলামতসহ তাকে উক্ত থানায় হস্তান্তর করা হয়েছে।