নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়া জেলার সদর উপজেলার হরিনারায়ণপুর বাজারে অপরিস্কার অপরিচ্ছন্নভাবে গুড় সংরক্ষণ এবং গুড়ের মধ্যে পোকামাকড়, মাছি থাকার অপরাধে মেসার্স নারায়ণ আগরওয়ালা নামক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়া জেলা শাখা।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়া জেলার সহকারী পরিচালক সেলিমুজ্জামান জানান, পবিত্র মাহে রমজান মাসে আমাদের নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে আজ সকালে সদর উপজেলার হরিনারায়ণপুর বাজারে অবস্থিত গুড় কারখানায় অভিযান চালিয়ে অপরিস্কার অপরিচ্ছন্নভাবে গুড় সংরক্ষণ এবং গুড়ের মধ্যে পোকামাকড় ও মাছি থাকার অপরাধে মেসার্স নারায়ণ আগরওয়ালা নামক প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৩ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
আমাদের এই নিয়মিত বাজার মনিটরিং অভিযান চলমান থাকবে।
কুষ্টিয়া চেম্বার অব কমার্সের সহ সভাপতি এস এম কাদেরী শাকিল, সেনেটারী ইন্সপেক্টর, সাংবাদিক সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।