একদিন তোমার সঙ্গে ওপারে ফুটবল খেলব : ম্যারাডোনার মৃত্যুতে পেলে

অনলাইন ডেস্ক : আর্জেন্টাইন কিংবদন্তি ফুটবলার দিয়াগো ম্যারাডোনা আর নেই। ৬০ বছর বয়সে পুরো ফুটবল বিশ্বকে শোকের সাগরে ভাসিয়ে না ফেরার দেশে চলে গেলেন এই ফুটবল জাদুকর।

বুধবার নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। বিশ্বজয়ী কিংবদন্তি এই ফুটবল তারকার মৃত্যুর খবরে শোকস্তব্ধ গোটা ফুটবল বিশ্ব।
ম্যারাডোনার মৃত্যুতে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেও সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক বার্তায় লিখেছেন, ‘কী দুঃখের একটা খবর! আমি সত্যিকারের একটা বন্ধু হারালাম, বিশ্ব হারাল এক কিংবদন্তিকে। তার ব্যাপারে বলার শেষ নেই। তবে এখন শুধু বলব, ঈশ্বর তার পরিবারকে শক্তি। আশা করি, একদিন আমরা ওপরে একসঙ্গে ফুটবল খেলব।’

১৯৬০ সালের ৩০ অক্টোবর বুয়েন্স আয়ার্সের লানুসে অবস্থিত পলিক্লিনিক এভিটা হাসপাতালে জন্ম গ্রহণ করেন ম্যারাডোনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *