সাংবাদিকদের পুরস্কার প্রদান, নারী উন্নয়ন শক্তি’র উদ্যোগে

নিজস্ব প্রতিবেদক : নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং যৌন নির্যাতন প্রতিরোধে সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের পুরস্কার প্রদান করেছে নারী উন্নয়ন শক্তি। মঙ্গলবার (২১ মে) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে উইমেন্স ফান্ড ফর এশিয়া, শ্রীলঙ্কার সহায়তায় নারী উন্নয়ন শক্তি আয়োজিত এক অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়। পত্রিকায় আর্টিকেল প্রকাশের জন্য প্রথম হয়েছেন দৈনিক যুগান্তরের রীতা ভৌমিক, দ্বিতীয় হয়েছেন দৈনিক ইত্তেফাকের নাসিমা খাতুন এবং যৌথভাবে

তৃতীয় হয়েছেন দৈনিক অর্থনীতির কাগজের মো. এহছানুল হক ও দৈনিক জনকণ্ঠের ওয়াজেদ হীরা। 

টেলিভিশন রিপোর্টের জন্য প্রথম হয়েছেন বাংলাভিশনের শারমিন ইব্রাহীম, দ্বিতীয় হয়েছেন নিউজ টুয়েন্টি ফোরের শেখ হুমায়ুন কবীর সূর্য্য এবং তৃতীয় হয়েছেন মোহনা টিভির নাজনীন আক্তার।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ অনুষ্ঠানে উপস্থিত থেকে বলেন, ‘নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে এবং এক্ষেত্রে সাংবাদিকদের আরও বেশি ভূমিকা পালন করতে হবে।’

পরে তিনি আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রাপ্তদের মাঝে ক্রেস্ট, নগদ অর্থ ও সার্টিফিকেট বিতরণ করেন।

অনুষ্ঠানে নারী উন্নয়ন শক্তি’র নির্বাহী পরিচালক ড. আফরোজা পারভীন, ইউএনবি সম্পাদক মাহফুজুর রহমান, আমেরিকান ইন্টারন্যাশনাল হসপিটালের ডিরেক্টর সুলতান মুহম্মদ রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *