কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালীতে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন কুমারখালী উপজেলা শাখা সারা বাংলাদেশের ন্যায় কর্মবিরতি শুরু করেছেন।
বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তারা কর্মবিরতি পালন করেন। তারা জানান আজ হতে কর্মবিরতি শুরু। টেকনিক্যাল পদমর্যাদা ও বেতন বৈষম্য নিরসন না হলে কর্মবিরতি চলমান থাকবে। এদিকে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি বন্ধ থাকায় সারা বাংলাদেশে ১ লক্ষ ২০ হাজার টিকাদান কেন্দ্রে লক্ষ লক্ষ গর্ভবতী মা ও শিশু টিকা গ্রহণ থেকে বঞ্চিত হচ্ছেন। পাশাপাশি আগামী ৫ ডিসেম্বর ৫ থেকে ৯ বছর বয়সী শিশুদের হাম রুবেলা ক্যাম্পেইন বন্ধ থাকলে দুইশত বাহাত্তর কোটি টাকার ভ্যাকসিন নষ্ট হবার সম্ভবনা রয়েছে।