করোনাভাইরাসের বিরুদ্ধে একযোগে লড়াইয়ের আহ্বান বাইডেনের

অনলাইন ডেস্ক : আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন জো বাইডেন। তার আগে ঐক্যবদ্ধ এবং সহনশীল আমেরিকা গড়ার আবেদন জানালেন তিনি। ‘থ্যাঙ্কসগিভিং ডে’ এর প্রাক্কালে বুধবার (২৫ নভেম্বর) দেশবাসীকে তিনি বলেন, ‘একে অপরের বিরুদ্ধে নয়, আমাদের যুদ্ধ ভাইরাসের বিরুদ্ধে।’

নভেম্বর মাসের শেষ বৃহস্পতিবার আমেরিকায় ‘থ্যাঙ্কসগিভিং ডে’ পালিত হয়। ১৭৭৭ সালে ব্রিটেনের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধের লগ্নে ঐক্য এবং সৌভ্রাতৃত্বের বার্তা দিতে সে দেশে এই প্রথার সূচনা হয়েছিল। সেই প্রসঙ্গ টেনে নাগরিকদের উদ্দেশ্যে বাইডেন বলেন, দুর্দশার মুখেও থ্যাঙ্কসগিভিং ডে আমেরিকার অংশ।
‘থ্যাঙ্কসগিভিং ডে’ প্রসঙ্গে আমেরিকার প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের কথাও এসেছে তার বক্তৃতায়। তবে এই মুহূর্তে আমেরিকার নাগরিকদের করোনাভাইরাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে লড়াই করার আবেদনই তিনি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *