গ্রেপ্তার ও ওয়ারেন্ট সংক্রান্ত কোনো বার্তা দেননি আইজিপি

অনলাইন ডেস্ক : পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদের নাম ব্যবহার করে গ্রেপ্তার ও ওয়ারেন্ট সংক্রান্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি গুজব ছড়ানো হচ্ছে। এ ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

গতকাল শুক্রবার রাতে পুলিশ সদর দপ্তর থেকে এক বার্তায় পুলিশের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা এ তথ্য জানান।

সদর দপ্তরের বার্তায় বলা হয়, প্রকৃতপক্ষে এটি আইজিপি মহোদয়ের কোনো বার্তা নয়, নিছক গুজব। এ ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছে বাংলাদেশ পুলিশ। এ ধরনের গুজব ছড়ানো ফৌজদারী অপরাধ। কেউ এ ধরনের অপরাধে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *