ইকরামুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি : দৈনিক প্রতিদিনের কন্ঠ ও আমাদের বাংলাদেশডট কম ,দিগান্ত বাংলা পত্রিকার শার্শা উপজেলা প্রতিনিধি সাংবাদিক আসাদুর রহমানের একমাত্র কন্যা বুসরাত জাহান আরিশার ৮তম শুভ জন্মদিন আজ। আজকের এই দিনে পৃথিবী আলো করে তার মা-বাবার কোলজুড়ে জন্ম নিয়েছিল বুসরাত জাহান আরিশা ।
রবিবার বিকাল চার টার সময় মোমবাতি জ্বালিয়ে ও কেক কেটে তার শুভ জন্মদিন পালন করা হয় তার নিজ বাড়িতে ।
এ সময় বুসরাত জাহান আরিশার সাথে ছিলেন তার মা সুরাইয়া পারভীন, তার বাবা সাংবাদিক আসাদুর রহমান, তার বান্দুবীরা সহ পরিবারের অন্যান্য লোকজন ।
বুসরাত জাহান আরিশারএই শুভ জন্মদিনে তার দীর্ঘায়ৃু কামনা ও শুভেচ্ছা জ্ঞাপন করেছেন শার্শা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক দৈনিক জনতা পত্রিকার বেনাপোল প্রতিনিধি সাংবাদিক ওসমান গণি, দৈনিক গ্রামের কাগজের সাংবাদিক আব্দুর রহমান,এম টিভির বেনাপোল প্রতিনিধি সাংবাদিক ইকরামুল ইসলাম, বিবিএস নিউজ ২৪ সম্পাদক সেলিম আহমেদ প্রমুখ।