Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

রক্তের গ্রুপ ‘ও’ কিংবা ‘নেগেটিভ’ হলে করোনার ঝুঁকি কম

অনলাইন ডেস্ক : কভিড-১৯ মোকাবেলায় বিশ্বজুড়ে নানা গবেষণা চলছে। এবার কানাডার বিজ্ঞানীরা জানিয়েছেন, যাদের রক্তের গ্রুপ ‘ও’ কিংবা আরএইচ নেগেটিভ তাদের করোনা ঝুঁকি অন্য রক্তের গ্রুপধারী মানুষের চেয়েও কম।

কানাডার ২ লাখ ২৫ হাজার ৫৫৬ জন মানুষের রিপোর্ট যাছাই বাছাই করে এ সিদ্ধান্তে উপনীত হয়েছেন গবেষকরা। রক্তের গ্রুপ ‘ও’ কিংবা আরএইচ নেগেটিভ এমন ব্যক্তিদের অন্যদের চেয়ে করোনায় সংক্রমিত হওয়ার ঝুঁকি ১২ ভাগ কম। ‘এ’, ‘এবি’ কিংবা ‘বি’ রক্তের গ্রুপধারীদের চেয়ে এসব ব্যক্তির তীব্র মাত্রায় করোনা সংক্রমণ বা মৃত্যুর ঝুঁকি ১৩ ভাগ কম।

গবেষণা প্রতিবেদনটি পড়া যাবে এই লিঙ্কে

২৪ নভেম্বর অ্যানাল্স অব ইন্টারনাল মেডিসিন সাময়িকীতে এমন তথ্য জানিয়েছেন গবেষকরা। যে কোনো নেগেটিভ রক্তের গ্রুপধারী ব্যক্তির প্রতিরক্ষা শক্তি বেশি, বিশেষ করে ‘ও’ নেগেটিভ রক্তের গ্রুপধারী ব্যক্তিদের। গবেষকদের ধারণা, এসব ব্যক্তিদের শরীরে হয়তো এমন অ্যান্টিবডি তৈরি হয় যা নতুন করোনাভাইরাসকে চিনে ফেলে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Exit mobile version