

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ কুঠিবাড়ী সংলগ্ন এলাকা, শিলাইদহ বাজার এবং আলাউদ্দিন নগর মোড়ে মাস্ক পরিধান না করা, লাইসেন্স ছাড়া ভারী গাড়ি চালানো এবং গনজমায়েত করার জন্য পৃথক অভিযানে ১৪ জনকে ১০ হাজার ৭০০ টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।
মঙ্গলবার দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার রাজীবুল ইসলাম খান ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এম এ মুহাইমিন আল জিহান।
এছাড়াও কুঠিবাড়ী সংলগ্ন রাস্তায় রাস্তার জায়গা দখল করে অবৈধভাবে ভাবে স্থাপিত দোকান আগামী ৭ দিনের মাঝে সরিয়ে নেবার নির্দেশনা প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করেন কুমারখালী থানা পুলিশ, পেশকার এবং অফিসের স্টাফবৃন্দ।