নাটোর প্রতিনিধি : নাটোরে ১৩৯ বোতল ফেনসিডিলসহ কাদের মোল্লা (৬৭) ও মানিক হোসেন (২৬) নামে ২ জনকে আটক করেছে র্যাব। মঙ্গলবার সকাল আটটার দিকে শহরের জংলি সুগার মিলস ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের ওই ফেনসিডিলসহ আটক করা হয়। রাজশাহী জেলার বাঘা থানার মীরগঞ্জ ভানুকর চাই পাড়া এলাকার মৃত আছের মোল্লার ছেলে ও মানিক হসেন একই এলাকার নাজিম উদ্দিনের ছেলে।
র্যাব-৫ সিপিসি-২, নাটোর র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. মাসুদ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি অপারেশন দল তার নেতৃত্বে শহরতলীর জংলী সুগার মিল ব্রিজের উপর অভিযান পরিচালনা করে।
এ সময় একটি ইজিবাইকে সন্দেহ হলে সেটি থামিয়ে তল্লাশি করে এর ভেতর থেকে ১৩৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় ইজিবাইকের যাত্রী কাদের মোল্লা এবং সুমনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এই ফেনসিডিল বহন ও বিক্রয়ের কথা জনসমক্ষে স্বীকার করে। মামলার পর নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.