Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

ভবিষ্যতে সংক্রমণ থেকে বাঁচতে হলে করোনার উৎস জানতে হবে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

অনলাইন ডেস্ক : করোনার উৎস খুঁজে বের করতেই হবে, নয়তো ভবিষ্যতের করোনা সংক্রমণ ঠেকানো যাবে না। এমনই সতর্কতা জারি করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

ডব্লিউএইচও’র ডিরেক্টর জেনারেল টেডরস অ্যাডানম ঘিব্রেইয়াসুস সোমবার জানান, যদি বিশ্বের একজন মাত্র করোনা আক্রান্ত হন, তবে সারা বিশ্বে তা মুহূর্তে ছড়িয়ে পড়তে পারে। তাই একজনও যদি নিরাপদ না হন, তাহলে বিশ্বের কেউ নিরাপদ নন। এক ট্যুইট বার্তায় একথা বলেন তিনি।
তিনি আরও জানান, রবিবার থেকে করোনা সংক্রমণ কমতে শুরু করেছে। তবে তাতে আত্মতুষ্টিতে ভুগলে চলবে না। করোনার উৎস খুঁজে বের করে তাকে সমূলে ধংস্ব করতে হবে। যাতে ভবিষ্যতে আর এই মহামারী ফিরে না আসে। করোনার উৎস সন্ধান চীনের উহান থেকে শুরু হবে বলেও জানান তিনি।

Exit mobile version