বগুড়ায় অনলাইনে জুয়া খেলার অভিযোগে যুবক গ্রেফতার

বগুড়া প্রতিনিধি : বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে অনলাইনে জুয়া পরিচালনা (ডলার কেনাবেচা) করার অভিযোগে হাসিবুজ্জামান ওরফে জ্যোতি (২৯) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। সে সদরের জয়পুরপাড়ার মৃত খালেকুজ্জামানের ছেলে।

বুধবার রাত সোয়া ১০টায় জেলা শহরের নবাববাড়ি রোডের একটি স্টীলের দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার মোবাইল ফোনের বেট ৩৬৫ নামে একাউন্ট থেকে ৫ হাজার ২০৮ দশমিক ৩ ইউএস ডলার (৪ লাখ ৬৮ হাজার ৭২২) টাকা দৃশ্যমান অবস্থায় দেখা যায়।
বৃহস্পতিবার দুপুরে বগুড়া ডিবির ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, দীর্ঘদিন ধরেই ওই যুবক মোবাইল ফোনের মাধ্যমে অবৈধভাবে নিষিদ্ধ ওয়েববসাইট ব্যবহার করে অনলাইনে জুয়া পরিচালনা করে আসছিল। বিভিন্নভাবে লোকজনকে জুয়া খেলায় উদ্বুদ্ধ করতো সে। অনলাইনে জুয়া খেলার ব্যবস্থা করে সেখানে থেকে অধিক লাভ নিয়ে সরকার এবং বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন সময়ে জারি করা অবৈধ ই-ট্রানজিকশন করতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *