ভ্যাকসিন না আসা পর্যন্ত বয়স্কদের সাবধানে থাকতে হবে : স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনার ভ্যাকসিন না আসা পর্যন্ত বয়স্কদের সাবধানে থাকতে হবে। কারণ করোনায় যারা মারা গেছেন তার মধ্যে ৮০ থেকে ৯০ ভাগ বয়স্ক। তাই সকলকেই মাস্ক পরতে হবে।

শুক্রবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী ইউনিয়নের বাডবাউর বৃহৎ আড়তের নতুন স্থানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, সবজি উৎপাদনে বিশ্বের মধ্যে বাংলাদেশ চতুর্থ উল্লেখ করে কৃষকরা যাতে স্বাধীনভাবে তাদের উৎপাদিত সবজি বিপণন করতে পারে, সে জন্য প্রশাসনকে আড়তের কাঁচামাল বিপণনে সব দিকে সহায়তা করার নির্দেশ দেন।

এদিকে শুক্রবারও করোনায় ২৪ জনের প্রাণ গিয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৭৭২ জন। এছাড়া করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরো দুই হাজার ২৫২ জনের দেহে। এ নিয়ে মোট শনাক্ত হলো চার লাখ ৭৩ হাজার ৯৯১ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *