Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

সপ্তাহ শেষে বাড়তে পারে শীতের তীব্রতা

অনলাইন ডেস্ক : সপ্তাহের শেষে বাড়তে পারে শীতের তীব্রতা। আগামী তিন-চার দিনের মধ্যেই জেঁকে আসছে শীত। বাড়বে শীতের তীব্রতা। সঙ্গে পাল্লা ভারি করবে ঘন কুয়াশা বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সোমবার আবহাওয়ার নিয়মিত বুলেটিনে এ কথা জানানো হয়। পূর্বাভোসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দেশের নদী অববাহিকায় কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা সম্ভাবনা রয়েছে।
এছাড়া আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সীতাকুন্ডে ১৪ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ৩১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Exit mobile version