

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ও আইসিইউ সংকটের কারণে কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে রাজ্য সরকার। যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল রাজ্যে ক্যালিফোর্নিয়া। এ রাজ্যের তিন কোটি ৯০ লাখ মানুষের মধ্যে তিন কোটি ৩০ লাখ মানুষ এই লকডাউনের আওতায় পড়বে। এরমধ্যে সাউথ ক্যালিফোর্নিয়া, সান জোয়াকিন ভ্যালি এবং সান ফ্রান্সিসকো বে এরিয়া উল্লেখযোগ্য। এই নির্দেশনা রোববার রাত থেকেই কার্যকর হয়েছে।
লকডাউন নির্দেশনার অংশ হিসাবে স্যান ফ্রান্সিসকোর সমুদ্র সৈকত এলাকা এবং দক্ষিণ ক্যালিফোর্নিয়া এবং স্যান হোয়াকিন ভ্যালির সব সেবাদান কার্যক্রম বন্ধ থাকবে। রেস্তোরাঁগুলো কেবল বাসায় সরবরাহ বা দোকানে এসে নিয়ে যাওয়ার জন্য খোলা থাকবে।
ক্যালিফোর্নিয়ায় নতুন করে ২৫ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২০৯ জনের। যুক্তরাষ্ট্রের এই অঙ্গরাজ্যে করোনায় মারা গেছেন মোট ১৯ হাজার ৭৯১ জন।
সূত্র: বিবিসি