আক্ষেপ ঘোচাতে পারবেন সাইফুদ্দিন ?

খেলার খবর : একজন পেস বোলিং অল-রাউন্ডারের জন্য বাংলাদেশের নির্বাচকরা প্রায়ই আফসোস করে থাকেন। এই আসা-যাওয়ার তালিকায় আছেন অনেক নাম। ফরহাদ রেজা, জিয়াউর রহমানরা তো আছেনই। কখনো বা অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা নিজে মিটিয়েছেন বোলিং অল-রাউন্ডারের অভাব। মোহাম্মদ সাইফুদ্দিন ২০১৭ সালে বাংলাদেশের জাতীয় দলের হয়ে প্রথমবারের মতো খেলেছেন। তাকে ঘিরেই পেস বোলিং অল-রাউন্ডারের অভাব মেটানোর স্বপ্ন জাতীয় দলের।

বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ১৩টি ওয়ানডে ম্যাচ খেলেছেন সাইফুদ্দিন। ১৩ ম্যাচে ২৯.১৬ গড়ে ১৭৫ রান তুলেছেন তিনি, একটি হাফ সেঞ্চুরি। বল হাতে দক্ষিণ আফ্রিকার মাটিতে শুরুটা ভালো হয়নি সাইফুদ্দিনের। কিন্তু দেশের মাটিতে ঘুরে দাঁড়িয়েছেন তিনি। খুব ভালো না করলেও গড়পড়তা পারফরম্যান্স দিয়ে টিকে আছেন সাইফুদ্দিন। ব্যাটিংয়ে খুব বেশি সুযোগ পাননি। প্রথম চার ম্যাচে একটি ফিফটি তোলেন। এরপর তিন ম্যাচে ব্যাট হাতে নামতে হয়নি তার। নিউজিল্যান্ডের মাটিতে খেলেছেন ৪১ ও ৪৪ রানের ইনিংস। প্রমাণ দিয়েছেন ব্যাট হাতে সামর্থ্যের।এবার দলের সঙ্গে ইংল্যান্ডে গেছেন জীবনের প্রথম বিশ্বকাপ খেলতে। সেখানকার পরিকল্পনা নিয়ে তিনি গণমাধ্যমকে বলেছেন, ‘ইংল্যান্ডে পেস বোলাররা সুবিধা পায়, অল-রাউন্ডার হিসেবেও সুবিধা পাবো, যেহেতু দুইটা ভূমিকা দলের প্রয়োজনে কাজ করার চেষ্টা করব। যেহেতু আমার প্রথম শক্তির জায়গা বোলিং, বিপিএলেও বোলার হিসেবে ভালো করেছি, সাম্প্রতিক সময়ে জাতীয় দলের হয়ে ভালো ব্যাট করেছি।’

বোলিং অল-রাউন্ডার হিসেবে কোরি অ্যান্ডারসন এবং বেন স্টোকস তার পছন্দের। এছাড়া লিজেন্ডদের মধ্যে কপিল দেব, ইমরান খান আর জ্যাক ক্যালিসকে আদর্শ মানেন তিনি। ব্যাট হাতে নিজের স্ট্রাইক রেট নিয়ে সাইফউদ্দিন বলেন, ‘দলের প্রয়োজনে ব্যাট করার চেষ্টা করি, ১২০ স্ট্রাইক রেটে ব্যাট করতে হলে সেভাবে খেলতে প্রস্তুত, ধরে খেলতে হলে ৭০ স্ট্রাইক রেটেও ব্যাট করতে পারব।

কিন্তু সাইফুদ্দিনের অভিজ্ঞতা নিয়ে শুধু সংশয় প্রকাশ করেছেন বিশ্লেষক ও ক্রিকেট কোচ নাজমুল আবেদীন ফাহিম। দলে সাইফুদ্দিনের ভূমিকা বেশ বড় স্বীকার করে তিনি বলেন, ‘সাইফুদ্দিন দলে না থাকলে শক্তিশালী একাদশ গঠন করা কঠিন, এখন প্রেসার দেয়া ঠিক হবে না তবে আস্তে-ধীরে ও আরো দৃঢ় হবে, মিডল ওভার ও স্লগ ওভারে খুব ভালো বোলিং করে সাইফুদ্দিন।’

ব্যাটিংয়ে খুব মারকুটে না হলেও, বোলিংয়ে সাইফুদ্দিনের ভূমিকা ভালো বলছেন নাজমুল আবেদীন ফাহিম, ‘নির্ভরযোগ্য একজন ব্যাটসম্যান যে বিপদে সহায়তা করতে পারবে, তবে ব্যাটিংয়ে না আমাদের ক্রাইসিস বোলিংয়ে সেখানে সাইফুদ্দিন ভূমিকা রাখতে পারবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *