অনলাইন ডেস্ক : করোনায় বন্ধ হওয়া সম্মান শেষ বর্ষের চূড়ান্ত পরীক্ষা গ্রহণের উদ্যোগ নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্যোগের কথা জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কভিড-১৯ এর কারণে স্থগিত হওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের অনার্স ৪র্থ বর্ষের ও প্রফেশনাল কোর্সের (বিবিএ, সিইসি, বিএড অনার্স, ইসিই) অষ্টম সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা শুরুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এসব পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রস্তুতি গ্রহণের জন্য বলা হলো।
এ ছাড়া এ সংক্রান্ত সকল তথ্য বিশ্ববিদ্যালের নিজস্ব ওয়েব সাইট পাওয়া যাবে।