আফগানিস্তানে নারী সাংবাদিককে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক : আফগানিস্তানে এক নারী সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে। অফিসের কাজে যাওয়ার পথে তাকে গুলি করা হয়। এতে তিনি ও তার গাড়ির চালক গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।

বৃহস্পতিবার গাড়ি নিয়ে অফিসের কাজে তিনি পূর্ব-নানগারহার প্রদেশের রাজধানী জালালাবাদ যাওয়ার সময় বন্দুকধারীরা তার গাড়িকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ওই সাংবাদিক এবং গাড়ি চালক মোহাম্মদ তাহের নিহত হন।
নিহত এই নারী সাংবাদিকের নাম মালালা মাইওয়ান্দ। এনিকাস নামে রেডিও ও টিভিতে কর্মরত ছিলেন তিনি। সাংবাদিকতার পাশাপাশি তিনি সমাজকর্মী হিসেবেও কাজ করতেন। এর আগে নারী সাংবাদিকদের চ্যালেঞ্জগুলো তুলে ধরেছিলেন তিনি।

জালালাবাদ প্রদেশের গভর্নরের মুখপাত্র আত্তাউল্লাহ খোগিয়ানি স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, হামলাকারীরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে।

এখন পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার করেনি। ন্যাটো ও ইইউ আফগানিস্তানে সম্প্রতি হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দেওয়ার পরেই এই হত্যাকাণ্ড ঘটাল।

সূত্র: রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *