Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬ কোটি ৯২ লাখ ছাড়াল

অনলাইন ডেস্ক : বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। এখন পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৬ কোটি ৯২ লাখ ছাড়িয়েছে।

আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় ৬ কোটি ৯২ লাখ ২৭ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ১৫ লাখ ৭৫ হাজার ৬১২ জনের। আর সুস্থ হয়েছেন চার কোটি ৭৯ লাখ ৮২ হাজার ১৯ জন।
পরিসংখ্যান অনুযায়ী করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন এক কোটি ৫৮ লাখ ২০ হাজার ৪২ জন। মৃত্যু হয়েছে দুই লাখ ৯৬ হাজার ৬৯৮ জনের।

যুক্তরাষ্ট্রে একদিনেই করোনায় নতুন করে মারা গেছে ৩ হাজারের বেশি মানুষ। আজ বৃহস্পতিবার সকালে ওয়াশিংটন পোস্ট এ খবর প্রকাশ করেছে।করোনা সংক্রমণ নিয়ে দেশটির বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ১ লাখ ৬ হাজারের বেশি মানুষ।

Exit mobile version