Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

যত দ্রুত সম্ভব অ্যাপগুলো স্বাভাবিক করতে কাজ চলছে : ফেসবুক

অনলাইন ডেস্ক : কিছু মানুষ মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এবং ওয়ার্কপ্লেস চ্যাটে বার্তা পাঠাতে সমস্যায় পড়ছেন। বিষয়টি আমরা জেনেছি। যত দ্রুত সম্ভব অ্যাপগুলো স্বাভাবিক করতে আমরা কাজ করছি বলে জানিয়েছেন ফেসবুকের একজন মুখপাত্র। আজ বৃহস্পতিবার ব্রিটিশ গণমাধ্যম দ্য সানকে এই কথা জানিয়েছেন ওই মুখপাত্র।

এর আগে হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক তাদের মেসেজিং অ্যাপ মেসেঞ্জারে বিভ্রাট দেখা দেয়।
স্বাধীন ওয়েবসাইট ডাউন ডিটেক্টর জানিয়েছে, প্রতি মিনিটে প্রায় ২৪০০ মেসেঞ্জার ব্যবহারকারী অভিযোগ জানাচ্ছেন। কেউ লগইন করতে পারছেন না, কেউ ছবি পাঠাতে পারছেন না, কারো আবার মেসেজ পাঠাতে সমস্যা হচ্ছে, পাঠালেও যাচ্ছে দেরিতে।

বাংলাদেশ, ভারতসহ ইউরোপের বেশ কয়েকটি দেশে মেসেঞ্জারে বিভ্রাট দেখা দেয়। ব্যবহারকারীরাও অভিযোগ করছেন। অভিযোগের স্ট্যাটাসে টুইটার রীতিমতো সয়লাব হয়ে গেছে।

চলতি বছর এর আগেও ফেসবুকে কয়েকবার সমস্যা দেখা দিয়েছে। প্রতিবারই ফেসবুক কয়েক ঘণ্টার ভেতর সেসব সমাধান করতে সক্ষম হয়।

Exit mobile version