Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

কাল পূর্ণ সূর্যগ্রহণ

অনলাইন ডেস্ক : আগামীকাল সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩৪ মিনিটে পূর্ণ সূর্যগ্রহণ শুরু হয়ে দিনগত রাত (১৫ ডিসেম্বর, বাংলাদেশ সময় ০০টা ৫৩ মিনিট) ১২টা ৫৩ মিনিট শেষ হবে। আজ রবিবার আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানায়।

তবে এটা বাংলাদেশ থেকে দেখা যাবে না। দেখা যাবে দক্ষিণ আমেরিকা, দক্ষিণ আফ্রিকা এবং প্রশান্ত মহাসাগরের বিভিন্ন অঞ্চল থেকে। একইসঙ্গে চিলি, আর্জেন্টিনার বিভিন্ন অঞ্চল থেকে দুপুরের পর সূর্যগ্রহণ দেখা যাবে।
বলা হয়েছে, সূর্যগ্রহণটি শুরু হবে জর্জ টাউন থেকে উত্তর-পশ্চিম দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগর এবং শেষ হবে সেন্ট হেলেনা, অ্যাসেনসিওন দ্বীপ এবং ত্রিস্তান দ্য কুনহা থেকে দক্ষিণ-পশ্চিম দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে।

Exit mobile version