বগুড়া প্রতিনিধি : র্যাব-১২ বগুড়া ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ১ হাজার ৯০০ পিস ইয়াবাসহ জুয়েল রানা (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
রবিবার বেলা পৌনে তিনটায় বগুড়া শহরের বনানী মোড় থেকে তাকে গ্রেফতার করে র্যাব।
বগুড়া র্যাব-১২ কার্যালয়ের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার স্বজল কুমার সরকার জানান, গ্রেফতারকৃত জুয়েল একজন মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য ইয়াবা দেশের বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল। এ বিষয়ে বগুড়ার শাজাহানপুর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। জুয়েল রানা দিনাজপুরের পার্বতীপুর উপজেলার তাজনগর গ্রামের মৃত মঞ্জুরুল হক এর ছেলে।