শার্শার বাগআঁচড়া ইউনিয়ন যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

ইকরামুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি : শার্শার বাগআঁচড়া ইউনিয়ন যুবলীগের আয়োজনে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোববার বিকালে বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের হলরুমে ইউনিয়ন যুবলীগের সভাপতি আলী আহম্মদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল হাসান তুতুলের সঞ্চলনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান সোহরাব হোসেন, বিশেষ অতিথি ছিলেন বাগআঁচড়া  ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াছ কবির বকুল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপজেলা যুবলীগের সহ-সভাপতি বৈদ্যনাথ দাস, প্রচার সম্পাদক আজিজুল ইসলাম, শিক্ষা ও গবেষণা বিষদায়ক সম্পাদক তরিকুল ইসলাম, সদস্য সেলিম রেজা, আব্দুর রহিম সরদার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাগআঁচড়া যুবলীগ নেতা সাংবাদিক আসাদুজ্জামান নয়ন, গোলাম রাব্বানি রিপন, খায়রুল আলম দুষ্টু, জুলফিকার আলী ভুট্ট, লুৎফর রহমান, নজরুল ইসলাম, তহিদুল ইসলাম, চঞ্চল বিশ্বাস, জিয়াউর রহমান জিয়া, অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন শার্শা উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন খুরশিদ মিলন, বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, আওয়ামীলীগ নেতা আবু তালেব সরদার, ইদ্রিস আলী বিশ্বাস, রবিউল ইসলাম, ইদ্রিস আলী সর্দার, ডাঃ আহসান হাবিব রানা, গাজী মুছা, হাশেম আলী, আল আমিন খান, আবু তালেব মেম্বর, আলমগীর কবির মেম্বর, নাসিরউদ্দিন মেম্বর, খায়রুল আলম দুষ্টু, বাগআঁচড়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস ছালাম, নেতা মিজানুর রহমান, আব্দুল আলিম, হাবিবুর রহমান, আলমগীর কবীর, মাজাহারুল আলম মিন্টু, মাসুম, আকবার আলী, ছোট বাবু, কলেজ ছাত্রলীগের সভাপতি অহিদ হাসান, সাবেক সভাপতি আক্তারুজ্জামান, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান অপু, সাবেক সভাপতি রেজাউল ইসলাম, ছাত্রলীগ নেতা স্বাধীন ও সামিউল সুমন প্রমুখ। অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করার প্রতিবাদে”  বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলী যুবলীগের আয়োজনে স্বাধীনতাবিরোধী অপশক্তি বিএনপি-জামাতের নাশকতা জঙ্গিবাদ মৌলবাদ জ্বালাও-পোড়াও সন্ত্রাসী কর্মকাণ্ড ও বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শার্শার বাগআঁচড়া বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *