Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

মহামারির সবচেয়ে খারাপ সময় আসছে : বিল গেটস

অনলাইন ডেস্ক : বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। পমন পরিস্থিতির মাঝেই মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস সতর্ক করে জানালেন, আগামী চার থেকে ছয় মাস করোনাভাইরাস মহামারির সবচেয়ে খারাপ সময় যাবে।

বিবার সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘দুঃখজনকভাবে পরবর্তী চার মাস থেকে ছয় মাস হবে মহামারির সবচেয়ে খারাপ সময়। স্বাস্থ্য পরিমাপ ও মূল্যায়ন সংস্থার পূর্ভাবাস বলছে আরও ২ লাখের বেশি মানুষের মৃত্যু হবে। তাই মাস্ক ব্যবহারসহ অন্যান্য নিয়মগুলো মেনে চললে একটি বিশাল সংখ্যক মৃত্যু হয়তো আমরা এড়াতে পারবো।’
সম্প্রতি আমেরিকায় রেকর্ড পরিমাণ আক্রান্ত, মৃত্যু ও হাসপাতালে ভর্তির ঘটনা ঘটেছে। ‘আমি ভেবেছিলাম যুক্তরাষ্ট্র এটি আরও ভালোভাবে সামাল দিতে পারবে’, বলেন গেটস।

ভ্যাকসিন গবেষণার জন্য বিল গেটস ও তার প্রতিষ্ঠান বিশাল অংকের অর্থ ব্যয় করছে। ‘আমরা খুবই দ্রুততার সঙ্গে কাজ করছি। সিইপিআই নামক একটি প্রতিষ্ঠানের সঙ্গে আমরা অংশীদার হিসেবে কাজ করছি যা মার্কিন সরকারের পরেই দ্বিতীয় সর্বোচ্চ অর্থ দানকারী,’ বলেন তিনি।

বিল গেটস আরও বলেন, ‘অতএব লক্ষণ, থেরাপি ও ভ্যাকসিন সম্পর্কে আমরা জানি বিজ্ঞান এখন কোথায় আছে। আমরা জানি কীভাবে টুকরোগুলো একসাথে জড়ো করতে হবে। তাই সংক্রামক ব্যাধির ক্ষেত্রে আমাদের যে দক্ষতা, যেটি সাধারণত উন্নয়নশীল দেশের সঙ্গেই সম্পৃক্ত, তা এখন সংকট মোকাবেলায় সারা বিশ্বের ওপর প্রয়োগ করা হবে।’

Exit mobile version