Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

বাংলাদেশে আসতে যাত্রীদের জন্য কলকাতায় করোনাভাইরাস টেস্টের বিশেষ উদ্যোগ

অনলাইন ডেস্ক : কলকাতা থেকে বাংলাদেশে ফেরত যাত্রীদের কোভিড-১৯ পরীক্ষায় বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। রিপ্রো-মেড প্রাইভেট লিমিটেড, সোহাগ পরিবহন ও এটিএন মেডিকেয়ারের যৌথ উদ্যোগে নিউ মার্কেট এলাকায় মারকিউস স্ট্রিটে গত ১৫ দিন ধরে এই সেবা দেওয়া হচ্ছে।

প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত করোনা পরীক্ষার ফলাফল ওই দিনই দেওয়া হচ্ছে। দুপুর ২টার পর কেউ করোনাভাইরাস পরীক্ষা করালে পরদিন রিপোর্ট দেওয়া হচ্ছে।

সংশ্লিষ্টরা জানান, ভারত থেকে কলকাতা হয়ে বাংলাদেশে ফেরত আসা যাত্রীরা করোনা পরীক্ষায় যাতে কোনো ধরনের ভোগান্তিতে না পড়েন, সে জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগের ফলে ভারত সরকার অনুমোদিত (আইসিএম) রিপোর্ট পাচ্ছেন করোনা পরীক্ষায় বাংলাদেশে প্রত্যাগমনকারীরা।
এই করোনা পরীক্ষা সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা মিউনিসিপ্যালিটির ৫২ নং ওয়ার্ড কাউন্সিলর শ্রীযুক্ত সন্দীপন সাহা, রিপ্রো-মেড প্রাইভেট লিমিটেডের ডা. সৈয়দ নজরুল কবির, সোহাগ পরিবহনের মনোতোষ কুমার সাহা, এ টি এন মেডিকেয়ারের শ্রীযুক্ত তপন রায়সহ পরিবহন ব্যবসার সংশ্লিষ্টরা।

Exit mobile version